লাখাইয়ে উপজেলা নির্বাচনে ১৫ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল।

ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে বৃহস্পতিবার (২ মে) ১৫ জন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অনলাইনে মনোনয়ন পত্র দাখিল করেছেন। 

লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার এর কার্যালয় সূত্রে জানা যায় আগামী ২৯ মে/২০২৪ অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে লাখাইয়ে ১৫ জন প্রার্থী অনলাইনে মাধ্যমে তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। 

এর মধ্যে চেয়ারম্যান পদে ৪ জন,ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে যারা মনোনয়ন পত্র দাখিল করেছেন তারা হলেন টানা ২ বারের উপজেলা পরিষদ চেয়ারম্যান  এডভোকেট মুশফিউল আলম আজাদ, মাহফুজুল আলম মাহফুজ, আমিরুল ইসলাম আলম ও ইকরামুল মজিদ চৌধুরী শাকিল। 

ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন আরিফ মিয়া,আব্দুল মতিন, রাসেল আহমেদ, কাওছার আহমেদ, রাজিব কান্তি রায়,মানিক মোহন দাস,, হাজী নোমান মোল্লা। 

মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, মোছাঃ নাঈমা আক্তার সুমী,প্রিয়া বেগম ও তানিয়া আক্তার। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও)  নাহিদা সুলতানা এর সাথে আলাপকালে জানান ২ মে বিকেল ৪ টা পর্যন্ত ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে যারা অনলাইনে মাধ্যমে আবেদন পত্র গ্রহণ করা হয়েছে।  আগামী ৫ মে যাচাই বাছাইয়ের পর জানা যাবে কতজনের আবেদন বৈধ আছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024