কুতুব‌দিয়া উপ‌জেলা পরিষদ  নির্বাচ‌নে চেয়ারম‌্যান প্রার্থী‌ ব্যারিস্টার মোহাম্মদ হানিফ বিন কাশেম স্থানীয় সাংবাদিকদের সাথে  মত‌বি‌নিময় সভা ক‌রেছেন।

 নির্বাচন অবাধ ও প্রভাবমুক্ত রাখ‌তে গতকাল বৃহস্প‌তিবার দুপুর ২টায়  উপজেলার  বড়‌ঘোপ ক‌লেজ গেই‌টস্থ   নির্বাচনী ক‌্যা‌ম্পে  চেয়ারম‌্যানপ্রার্থী  ব‌্যা‌রিস্টার মোহাম্মদ হা‌নিফ বিন কা‌শেম সাংবা‌দিক‌দের সা‌থে মত‌বি‌নিময় সভায় বলেন। তি‌নি তার বড়ভাই নির্মমভা‌বে হত‌্যার শিকার সা‌বেক ছাত্রলীগ নেতা  প্রয়াত এরশাদুল হা‌বিব রু‌বেল এর স্বপ্ন বাস্তবায়‌নে  দ্বী‌পের মানু‌ষের জন‌্য কাজ করার প্রত‌্যয় ব‌্যক্ত ক‌রে ঘোড়া মার্কায় জনসাধার‌ণের  কা‌ছে ভোট চান

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024