|
Date: 2024-05-03 05:15:23 |
জামালপুরের ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের দুর্গম এলাকায় অভিযান চালিয়ে ৭ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।
শুক্রবার (৩ মে) দুপুরে গ্রেপ্তার জায়াড়িদের জামালপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার ( ২ মে) বিকেলে যমুনার তীরবর্তী নোয়ারপাড়া দুর্গম এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জুয়াড়িরা হলো, নোয়ারপাড়া গ্রামের সোলাইমান খানের ছেলে মো. কাসেম (৪৩), সালাম শেখের ছেলে জহুরুল (২৮), মৃত কমিল উদ্দিনের ছেলে ফকির আলী (৩৮), তারতাপাড়া গ্রামের মৃত খেদু শেখের ছেলে জমিদার (৩৫), মৃত আকবর মণ্ডলের ছেলে হলকা (৩৫), ব্রহ্মত্তোর গ্রামের ফজলুল করিমের ছেলে সোলাইমান (৩০) এবং দক্ষিণ চিনাডুলী গ্রামের মৃত আলালের ছেলে সুজন (২৫)।
ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) মাসউদুর রহমান বলেন, 'ওসি স্যারের নির্দেশনায় এএসআই মোজাহারুল ইসলাম, এএসআই মোশাররফ হোসেন, এএসআই মেহেদী হাসানসহ আমাদের একটি টিম গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে দুর্গম তারতাপাড়া কলা বাগান নামক এলাকায় জুয়া খেলার আসর থেকে ৭ জন রাতে জুয়াড়িকে আটক করি। গ্রেপ্তার জুয়াড়িদের বিরুদ্ধে জুয়া খেলা নিরোধ আইনের মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন তালুকদার বলেন, 'ইসলামপুরকে জুয়ামুক্ত রাখতে পুলিশী অভিযান অব্যাহত।'
© Deshchitro 2024