কুতুব‌দিয়ায় উপ‌জেলা পরিষদ  নির্বাচ‌নে চেয়ারম‌্যান প্রার্থী‌ কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী স্থানীয় সাংবাদিকদের সাথে  মত‌বি‌নিময় সভা ক‌রেছেন।

বুধবার( ১মে ২০২৪)  বড়‌ঘোপ ইউ‌নিয়ন প‌রিষদ হল রুমে মত‌বি‌নিময় সভা অনুষ্ঠিত হয় । এসময় উপস্থিত ছিলেন প্রবীণ আওয়ামীলীগ নেতা বঙ্গবন্ধু প‌রিষ‌দের সভাপ‌তি শ‌ফিউল আলম কুতুবী, উপ‌জেলা আ"লীগের সা‌বেক সাধারণ সম্পাদক মু‌ক্তি‌যোদ্ধা নুরুচছাফা প্রমূখ। এতে চেয়ারম্যান প্রার্থী ফরিদুল ইসলাম চৌধুরী গত পাঁচ বছরের উন্নয়নের চিত্র তুলে ধরেন এবং সরকা‌রের বি‌ভিন্ন উন্নয়ন ও অসমাপ্ত কাজ সম্পন্ন করার ল‌ক্ষ‌্যে তি‌নি পুনরায় মোটরসাই‌কেল প্রতী‌কে ভোট প্রদা‌নের আহ্বান জানান।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024