নীলফামারীর ডোমার উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুল মালেক সরকারের ঘোড়া প্রতীকের নির্বাচনী প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২রা মে) সন্ধ্যায় ডোমার প্রেসক্লাব চত্বর থেকে ঘোড়া প্রতীকের একটি প্রচার মিছিল বের হয়ে শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাটার মোড়ের রুবেল চত্বরে এসে পথসভায় মিলিত হয়।

এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সদ্য সাবেক ভাইস-চেয়ারম্যান ও অনুষ্ঠিতব্য নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুল মালেক সরকার, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জাবেদুল ইসলাম সানবীম প্রমুখ।

পথসভায় তারা ভোটারদের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রতিশ্রুতি ও আশ্বাস দেন। এছাড়া আগামীতে স্মার্ট ডোমার উপজেলা বিনির্মাণে ঘোড়া প্রতীকের পক্ষে জনগণের রায় হিসেবে মূল্যবান ভোট প্রদানের আহ্বান জানান।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024