নীলফামারীর কিশোরগঞ্জে গরুর মাংসে হাড় বেশি দেওয়ায় মাংস ব্যবসায়ীকে মারধর ও দোকানে হামলার অভিযোগ উঠেছে।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল ৭ টায় উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের পুরাতন টেপারহাট বাজারে। অভিযোগ সূত্রে জানা যায়, সকাল বেলায় কসাই সাইদুল ইসলাম এর দোকান থেকে এক কেজি গরুর মাংস কিনে নিয়ে যায় একই ইউনিয়নের পশ্চিম দলিরাম হাজিপাড়া গ্রামের মৃত কাওসার রহমানের ছেলে রেজাউল হক। তার কিছুক্ষণ পরে রেজাউল হকসহ কিছু লোকজন এসে গরুর মাংসে হাড় বেশি দেওয়ার কারণে তর্কবিতর্ক শুরু করে। এক পর্যায়ে  মাংসের দোকানে থাকা কসাই সাইদুল এর উপর আক্রমণ শুরু করেন। এসময় কোমরে লুঙ্গির গোচরে থাকা গরু ক্রয়ের ৩ লক্ষ, ক্যাশের চটের বস্তায় থাকা মাংস বিক্রির ২ লক্ষ এবং মন দুয়েক মাংস মাটিতে ছিটিয়ে ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করে। অবস্থা বেগতিক দেখলে ৯৯৯ নাম্বারে ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গেলে প্রতিপক্ষ সেখান থেকে সরিয়ে যায়। এবিষয়ে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র মন্ডল এর সাথে কথা হলে তিনি জানান,আমি বাহিরে ছিলাম এখনো কোনো অভিযোগ পাইনি।অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024