|
Date: 2024-05-03 11:33:26 |
সদ্য যোগদানকৃত শেরপুরের নবাগত পুলিশ সুপার মোঃ আকরামুল হোসেন পিপিএম-সেবা এর সভাপতিত্বে শেরপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণের সাথে পরিচিতি ও বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। ৩ মে শুক্রবার পুলিশ সুপারের কার্যালয়, শেরপুর-এর সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে শেরপুর জেলার নবাগত পুলিশ সুপার মোঃ আকরামুল হোসেন পিপিএম’কে জেলা পুলিশের পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট প্রধানগণ নবাগত পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে নবাগত পুলিশ সুপার শেরপুর জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সামগ্রিক বিষয়াদি নিয়ে উপস্থিত পুলিশ কর্মকর্তাগণের সহিত বিস্তারিত আলোচনা করেন এবং বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ও পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত মোঃ খোরশেদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাইদুর রহমান, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মোঃ দিদারুল ইসলাম, সহকারী পুলিশ সুপার এস এম আবু ছাইদ হিরণসহ সকল থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, ওসি ডিবি ও অন্যান্য ইউনিটের ইনচার্জগণ উপস্থিত ছিলেন। এছাড়াও একই দিন বিকাল ৩টায় জেলা পুলিশের বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন, নবাগত পুলিশ সুপার মোঃ আকরামুল হোসেন পিপিএম-সেবা।
© Deshchitro 2024