বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : 


সাপের মতো এঁকেবেঁকে চলা এই রোবট ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকাজ চালাতে পারবে । ক্যামেরা এবং সেন্সর সংযুক্ত এই রোবটের মাধ্যমে খুব সহজেই শনাক্ত করা সম্ভব প্রাণের অস্তিত্ব। পরীক্ষামূলকভাবে সফলতা পেলে দ্রুতই বাজারে আসবে এই স্নেক রোবট। সাড়ে ৫ ফুট দৈর্ঘ্যের এই স্নেক রোবটের ওজন প্রায় ১০ কেজি। পুরো রোবটে রয়েছে ১৭টি অংশ। ফলে খুব সহজেই এঁকেবেঁকে প্রবেশ করতে পারে সূক্ষ্ম স্থানের মধ্যে। প্রতিটি অংশে রয়েছে আলাদা আলাদা সেন্সর এবং ক্যামেরা। 


 এই রোবট তৈরি করেছেন জাপানের ইউনিভার্সিটি অব ইলেক্ট্রো কমিউনিকেশনসের একদল গবেষক।সংশ্লিষ্টরা জানান, এই রোবটে এমনভাবে ক্যামেরা সংযুক্ত আছে যা ভিডিও পাঠাবে সার্ভারে।


ফলে খুব সহজেই বোঝা যাবে ধ্বংসস্তূপের মধ্যে কেউ আটকে আছেন কিনা। পাহাড়ের খাঁজ কিংবা গর্তের ভেতরে খুব সহজেই অনুসন্ধান চালানো যাবে এই রোবট দিয়ে। এই রোবটকে আরও আধুনিক এবং কার্যকর করার পরিকল্পনাও রয়েছে গবেষকদের। 


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024