|
Date: 2024-05-03 15:37:16 |
মৌলভীবাজারের বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উপলক্ষে উপজেলা পর্যায়ে কলেজ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নিয়াজ উদ্দিন এবং শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন একই কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক সনজিৎ কান্তি দেব। বৃহস্পতিবার (২ মে) জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, শ্রেষ্ঠ রোভারসহ বিষয় ভিত্তিক আরো ১৫টি ইভেন্টে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। এছাড়া এই কলেজের ছাত্র রাহিন আহমদ শ্রেষ্ঠ রোভার,মো. লায়েক আহমদ শ্রেষ্ঠ বিএনসিসি, জাহাঙ্গীর আলম শ্রেষ্ঠ রোভার গ্রুপ নির্বাচিত হয়েছেন। এই অর্জন কলেজ প্রতিষ্ঠার পর সর্বোচ্চ ইভেন্টে বিজয়ী হওয়ার নতুন রেকর্ড ।
© Deshchitro 2024