কৃষ্ণচূড়ায় রঙ লেগেছে



মোঃ ফরমান উল্লাহ



এখন গ্রীষ্মকাল। প্রহর রোদ্র,প্রচন্ড গরম। রোদ্রের তাপদাহে মানুষের গায়ে ফুসকা পড়ার উপক্রম। গরমে অতিষ্ট মানুষ সহ অন্যান্য জীবজন্তু। প্রতিদিন তাপদাহ বেড়েই চলেছে। তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে ভয়াবহ লোডশেডিং। দেশের কোন কোন এলাকায় সারা দিনে এক ঘন্টাও বিদ্যুৎ  মিলছে না। এতে বিপাকে পড়েছে শিশু,বৃদ্ধ এবং অসুস্থ মানুষ গুলো।


গ্রামের মানুষ গরম থেকে রক্ষার জন্য গাছের নীচে মাচা বেঁধেছে।  কিন্তু শহরে ইট-পাথরের ঘর, গাছপালা নেই। শহরে রোদ্রের তাপদাহ প্রকট আকার ধারন করেছে। শহরের মানুষ বৃষ্টির জন্য আহাজারী করছে একটু শীতল হওয়ার জন্য। অপরদিকে গ্রামের কৃষকদের রোদ্রের তাপদাহে কষ্ট হলেও বোরোধান কাটার সময় থাকায় শতকষ্টের মধ্যেও একটু প্রশান্তি অনুভব করছেন যাতে করে রোদ্র থাকা অবস্থায় সোনালী ধান ঘরে তুলতে পারে। 


শহরের মানুষ একটু ঠান্ডা বাতাসের জন্য বিভিন্ন পার্কে ছুটে চলেছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেখানে মাঠে গাছগাছালি আছে সেখানেই নেমেছে গরমে অতিষ্ট মানুযের ঢল। বিকাল বেলা পরিবার পরিজন নিয়ে কিছু সময় কাটাচ্ছেন সেখানে।


গরমে অতিষ্ঠ আমাদের প্রিয় শহর কিশোরগঞ্জের মানুষ ও। কিশোরগঞ্জ শহরটি নরসুন্দা নদের তীরে অবস্থিত। কিশোরগঞ্জ শহরের মধ্য দিয়ে প্রবাহিত নরসুন্দা নদ। এখন আর আগের মত স্রোত নেই নদে। শহরের ময়লা আবর্জনায় নদটি একেবারেই গতিহীন।


এ নরসুন্দা নদের পাড়েই অবস্থিত কিশোরগঞ্জের ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহি  গুরুদয়াল সরকারী কলেজ। এ কলেজের সুনাম দেশ জুড়ে বিস্তৃত। গুরুদয়াল সরকারী কলেজের সামনে রয়েছে দৃস্টি নন্দন   মাঠ। যেখানে রয়েছে মানুষের বিনোদনের জন্য বসার এবং ঘুরে দেখার ব্যবস্থা। এখানে রয়েছে বিভিন্ন রকমের গাছগাছালি এর মধ্যে কৃষ্ণচূড়া গাছের ফুল যেন মাঠকে আরো মনোরম করে 

 তুলেছে। 


কৃষ্ণচূড়ার ফুল দেখে মনে হচ্ছে যেন বৈশাখের রোদ্রের আরেক রুপ। মনে হচ্ছে কৃষ্ণচূড়ায় যেন রঙ লেগেছে।  শহরের মানুষ পরন্ত বিকালে কৃষ্ণচূড়ার ছালাতলে প্রশান্তির নিশ্বাস নিচ্ছে। হাজারো মানুষ এখানে এসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেছে প্রতিদিন। 


 প্রতিদিন বিকাল বেলা যেন গুরুদয়াল কলেজ মাঠ  হয়ে উঠে মানুষের মিলন মেলা। মৃত নরসুন্দাকে জাগ্রত করে তুলে বিভিন্ন এলাকা থেকে আসা মানুষগুলো। 

এর সাথে কৃষ্ণচূড়ার ফুল গুলো যেন ডাকছে এসো হে পথিক আমার ছায়া তলে। কৃষ্ণচূড়ার ফুল দেখে মনে হচ্ছে প্রচন্ড রোদ্রেও যেন কৃষ্ণচূড়ায় রঙ লেগেছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024