◾ প্রবাস ডেস্ক 


অস্ট্রেলিয়ার সরকারি সম্মাননা ‘অস্ট্রেলিয়ান অব দ্য ইয়ার’ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের মেয়ে ড. শামারুহ মির্জাসহ দুই বাংলাদেশি। এ পুরস্কারের জন্য মনোনীত অপর বাংলাদেশি হলেন নাজমুল হাসান। তারা দুজনই ‘এসিটি লোকাল হিরো’ ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন।  


গতকাল বৃহস্পতিবার (২৭ অক্টোবর) অস্ট্রেলিয়ার গণমাধ্যম ক্যানবেরা টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।


এতে বলা হয়েছে—চিকিৎসাবিজ্ঞানী শামারুহ নারীদের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করার জন্য এ মনোনয়ন পেয়েছেন। তিনি নারীদের সহযোগিতার জন্য ২০১৭ সালে সিতারাস স্টোরি নামে একটি সংগঠন গড়ে তোলেন। ৪৪ বছর বয়সি শামারুহ এর আগে ২০২১ সালে ক্যানবেরা কমিউনিটি স্পিরিট অ্যাওয়ার্ডসের জন্য মনোনীত হয়েছিলেন। 


প্রতিবেদনে নাজমুল হাসান সম্পর্কে বলা হয়েছে—তিনি ২০২১ সালে করোনা লকডাউনের সময় ক্যানবেরার অসহায় মানুষের জন্য খাদ্যসহায়তা নিয়ে এগিয়ে এসেছিলেন। একই সঙ্গে আন্তঃধর্মীয় সম্প্রীতির প্রচারে কাজ করেন নাজমুল।


চার ক্যাটাগরিতে এসিটি পুরস্কার দেওয়া হয়। এগুলো হলো —এসিটি অস্ট্রেলিয়ান অব দ্য ইয়ার, এসিটি সিনিয়র অস্ট্রেলিয়ান অব দ্য ইয়ার, এসিটি ইয়াং অস্ট্রেলিয়ান অব দ্য ইয়ার এবং এসিটি লোকাল হিরো। এবার চার ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন ১৬ জন। আগামী ৯ নভেম্বর বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার জয়ীদের নাম ঘোষণা করা হবে। এরপর তারা আগামী বছরের ২৫ জানুয়ারি জাতীয় পুরস্কার ঘোষণার দিন অন্যান্য রাজ্য এবং অঞ্চলের পুরস্কারপ্রাপ্তদের সঙ্গে ‘ফাইনালিস্ট’ হিসেবে যোগ দেবেন। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024