ধামরাইয়ের দেপাশাই পূর্বপাড়ার মৃত সহিমুদ্দিন খানের ছেলে আব্দুর রহমানের চৌড়ি ঘরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

শুক্রবার দুপুরের দিকে বৈদ্যুতিক মিটার থেকে এই অগ্নি কান্ডের সূচনা হয়। এসময় ঘরের সব মালপত্রসহ পুরো ঘর জ্বলে ছাই হয়ে যায়। আগুন দেখে পার্শ্ববর্তী লোকজন দীর্ঘ ৩ ঘন্টা প্রচেষ্টা করে তা নিভাতে সক্ষম হয়।

ভুক্তভোগী আব্দুর রহমান একজন হতদরিদ্র ব্যক্তি। তিনি ধামরাইয়ের প্রতীক সিরামিক্সের একজন শ্রমিক।

আগুনে ১টি ফ্রিজ,ড্রেসিং টেবিল,২টি খাট,১ টি সুকেচ,১টি টিভি,২টি মোবাইল ফোন, সাড়ে তিনভরি স্বর্ণ সহ নগদ ১১৪০০০ টাকা পুড়ে ছাই হয়ে যায়।সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে ভুক্তভোগী পরিবারটি খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024