মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহী আরাকান আর্মির (এএ) চলমান সংঘাতে জেরে ফের কক্সবাজার টেকনাফের সাবরাং সীমান্তের দুটি পয়েন্ট দিয়ে নতুন করে ৪০ জন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।


শুক্রবার (৩ মে) মধ্যরাতে টেকনাফের সাবরাং আচারবুনিয়া দিয়ে ১৪ জন এবং নাজিরপাড়া সীমান্ত দিয়ে ২২ জন বিজিপি সদস্য বাংলাদেশে এসে আশ্রয় নেন। পরে নাজিরপাড়া দিয়ে আজ শনিবার (৪ মে) সকালে আরও ৪ জন বাংলাদেশে প্রবেশ করে।


স্থানীয়রা জানান, শনিবার দিবাগত রাতে দুই দফায় আশ্রয় নেওয়া বিজিপি সদস্যদের নিরস্ত্র করে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। তারপর বাসযোগে তাদের প্রথম ১৪ জনকে হ্নীলা উচ্চ বিদ্যালয়ে রাখা হয়। পরে আরো ২২ জনকেও একই স্থানে রাখা হয়েছে বলে জানা গেছে।


এ ব্যাপারে জানতে চাইলে ২-বিজিবি অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দিন খান বলেন, আপনাদের যদি তথ্যের প্রয়োজন হয় তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন।



উল্লেখ্য, এর আগে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী ও সেনা সদস্যদের ১ম দফায় ৩৩০ জন ও দ্বিতীয় দফায় ২৮৮ জনকে ফেরত পাঠানো হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024