|
Date: 2024-05-04 12:51:29 |
মোঃমেশকাত হোসেন
আক্কেলপুর উপজেলা প্রতিনিধি:
জয়পুরহাটের আক্কেলপুরে জামগাছের ডালে ঝুলন্ত অবস্থায় শফিকুল ইসলাম (৪৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার উপজেলার রায়কালী ইউনিয়নের বাগিরবাড়িয়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঝুলন্ত অবস্থায় থাকলেও তার পা মাটিতে লেগে ছিল বলে জানা গেছে।
শফিকুল আত্মহত্যা করেছে বলে ধারণা পুলিশের। তিনি একই গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে কৃষকরা মাঠে ধান কাটতে যাওয়ার সময় পুকুর পাড়ের গাছে দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় শফিকুলের মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
নিহত কৃষকের স্ত্রী পপি খাতুন বলেন, তারা রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। ভোরে ঘুম থেকে উঠে দেখেন, তিনি বাড়িতে নেই। তাকে খোঁজাখুঁজি করলে সকালে ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। দীর্ঘদিন ধরে তার স্বামী মানসিক রোগে ভুগছিলেন। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা তাদের।
আক্কেলপুর থানার ওসি নয়ন হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
© Deshchitro 2024