|
Date: 2024-05-04 17:01:53 |
মৌলভীবাজারের বড়লেখায় স্বেচ্ছাসেবী সংগঠন রক্তদান যুব সমাজ ফাউন্ডেশনের আয়োজনে ও কম্পিউটার ওয়ার্ল্ডের উদ্যোগে স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (৪ মে) দুপুর ২ টায় পৌর শহরের স্থানীয় হলরুমে আয়োজিত অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত করেন রক্তদান যুব সমাজ ফাউন্ডেশনের সদস্য আবু বক্কর। ফাউন্ডেশনের সভাপতি আশরাফুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ফাউন্ডেশনের উপদেষ্টা সাংবাদিক তাহমীদ ইশাদ রিপন।
বিশেষ অতিথির বক্তব্য দেন কম্পিউটার ওয়ার্ল্ডের সত্ত্বাধিকারী সাইদুল ইসলাম ফাহিম, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আরিয়ান ফরহাদ, স্বেচ্ছাসেবী মামুন আহমেদ ও বড়লেখা সরকারি কলেজের ছাত্র ফাহিম আহমদ।এছাড়া উপস্থিত ছিলেন রক্তদান যুব সমাজ ফাউন্ডেশনের স্থায়ী পরিষদের সদস্য আব্দুস সামাদ আজাদ, কার্যকারী পরিষদের ত্রাণ- দুর্যোগ বিষয়ক সম্পাদক রাজীব আহমদ, সমাজকর্মী মিজানুর রহমান প্রমুখ।পরে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।
© Deshchitro 2024