|
Date: 2024-05-04 22:28:00 |
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বই প্রতীকের প্রার্থী ফরিদ উদ্দিন তালুকদারকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকেলে কুতুবদিয়া উপজেলার লেমশীখালী ইউনিয়নের চৌমুহনী বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জর্জ মিত্র চাকমা ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ বিষয়ে জর্জ মিত্র চাকমা বলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে বই প্রতীকের প্রার্থী ফরিদ উদ্দিন তালুকদারকে কুতুবদিয়ায় মাহিন্দ্রা গাড়ী নিয়ে শোডাউন ও মিছিল সহকারে প্রচারণা চালান। এতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হয়েছে। তাই তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সুষ্ঠু নির্বাচন পরিচালনার লক্ষ্যে এ অভিযান অব্যাহত থাকবে।
© Deshchitro 2024