|
Date: 2024-05-05 11:03:27 |
পর্যটন নগরী মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের সৌন্দর্য রক্ষা এবং শহরকে যানজটমুক্ত রাখতে ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে রবিবার (৫ মে) দিনব্যাপী উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে শহরের স্টেশন রোড, মৌলভীবাজার রোড এবং হবিগঞ্জ রোডের ফুটপাত থেকে ভাসমান দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার প্যানেল মেয়র-১, কাউন্সিলর হাজী মো. আব্দুল করিম, কাউন্সিলর আলকাছ মিয়া প্রমুখ।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম জানান, চায়ের রাজ্যখ্যাত শ্রীমঙ্গল শহরকে যানজটমুক্ত রাখতে ও শহরের সৌন্দর্য রক্ষায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। ফুটপাতে মানুষের হাটাচলাচলে বাধাগ্রস্থ এবং রাস্তা দখল করে বসানো স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়। এমন অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।
© Deshchitro 2024