পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার আমাড়াগাছিয়া ইউনিয়ন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মোর্শেদ আলম পারভেজ (২৪) ও তার সাথে থাকা রাকিবুল ইসলাম রাকিব (২১) নামে এক যুবককে গাঁজাসহ গ্রেফতার করেছে থানা পুলিশ। 

শনিবার (৪ মে) রাত ৮ টার দিকে আমড়াগাছিয়া ইউনিয়নের শ্রীনগর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত পারভেজ ওই ইউনিয়নের ময়দা গ্রামের মালেক সিকদারের ছেলে এবং রাকিব একই ইউনিয়নের শ্রীনগর গ্রামের রিপন হাওলাদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই এনামুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল শ্রীনগর গ্রামে অভিযান চালায়। এসময় মোস্তফা মেম্বারের স্ব-মিলের মধ্য থেকে ছাত্রলীগ নেতা পারভেজ ও তার সাথে থাকা রাকিবুলকে তল্লাশি করে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মির্জাগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।

এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার ওসি হাফিজুর রহমান বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024