|
Date: 2024-05-05 12:19:07 |
স্বাধীন ফিলিস্তিন ইস্যুতে বিশ্বব্যাপী চলমান ছাত্র-আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পতাকা উত্তোলন, পদযাত্রা ও সমাবেশের ডাক দিয়েছে কক্সবাজার জেলা ছাত্রলীগ ।
আগামীকাল সোমবার (৬ মে) সারা দেশের ন্যায় কক্সবাজারেও এই কর্মসূচি পালন করবে আওয়ামী লীগের এ ছাত্রসংগঠন।
শনিবার বিকালে কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক মারুফ আদনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা যায় সোমবার সকাল ১১টা’য় শহরের লালদিঘীর পাড় হতে ফিলিস্তিন ও বাংলাদেশের পতাকা হাতে বিশাল বহর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করবে। পদযাত্রা শেষে কক্সবাজার কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। উক্ত পদযাত্রা ও ছাত্রসমাবেশে শরীক হয়ে ফিলিস্তিনের নিষ্পাপ মুসলমানদের উপর নির্যাতন বন্ধের দাবীকে একাত্নতা জানিয়ে উক্ত পদযাত্রায় যোগ দিতে ছাত্র, যুবকসহ সকল শ্রেণিপেশার মানুষের প্রতি আহবান জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখা।
© Deshchitro 2024