|
Date: 2024-05-06 08:52:15 |
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় নির্বাচন ঘনিয়ে এসেছে। উপজেলা নির্বাচনকে ঘিরে নির্বাচনী আমেজ ও উত্তাপ নেই । দলীয় প্রতীক না থাকায় রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের নেই কোন উৎসাহ উদ্দীপনা। ভোটারদের মাঝেও অনেকটা হতাশ ভাব।
দ্বিতীয় ধাপে ১৬১ উপজেলা পরিষদে ২১ মে ভোটের তারিখ রেখে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাধারণ নির্বাচন হবে এ উপজেলায়,সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা এ ভোট চলবে।
এবার প্রার্থীরাও ভোটারদের কাছে খুব একটা যাচ্ছেন না এবং ভোটারদের মূল্যায়ন হচ্ছে না বলে মনে করছেন ভোটাররা।স্থানীয় সরকারের অধীনে যতগুলো নির্বাচন অনুষ্ঠিত হয়, তার মধ্যে সবচেয়ে বড় নির্বাচন হচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন অথচ জাতীয় নির্বাচনের মতো ভোটারদের মাঝে উপজেলা নির্বাচনকে ঘিরে উৎসাহ-উদ্দীপনা এবং উত্তাপ লেগে থাকার কথা থাকলেও নেই কোনো নির্বাচনের আমেজ।
অনেক ভোটারের অভিযোগ ভোট গ্রহণের দিন ঘনিয়ে আসলেও, অধিকাংশ প্রার্থীর মুখই তারা দেখেননি। অনেকে আবার প্রার্থীর নাম শুনেছেন, তবে চেনেন না।
এবার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী রয়েছেন। সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ প ম বাবুল বাবু। তার অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নোয়াখালী জেলা শাখার সভাপতি ও উপজেলা কমিটির আহবায়ক মনির ইসলাম মনির।
© Deshchitro 2024