শিবচর উপজেলার নতুন ওসি হিসেবে যোগ দিয়েছেন মোঃ আনোয়ার হোসেন।  ২৩ ই অক্টোবর সদ্য বিদায়ী ওসি মোঃ মিরাজ হোসেনের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। নতুন এই পুলিশ কর্মকর্তার সাথে দেখা করে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বি.এম.এস.এফ) এর শিবচর উপজেলা কমিটি। ২৮ ই অক্টোবর, শুক্রবার সকাল ১০ ঘটিকায় এই সাংবাদিক সংগঠনের সদস্যগন শুভেচ্ছা বিনিময় করেন এই নতুন কর্মকর্তার সাথে। এসময় সাংবাদিকগন বিভিন্ন বিষয়ে তার সাথে আলাপ আলোচনা করেন। সাংবাদিকগন সঠিক সময়ে সঠিক তথ্য পেতে এবং তা জনসাধারনের কাছে পৌছে দিতে পুলিশের সহযোগিতা কামনা করেন। আলোচনার এক পর্যায়ে ওসি আনোয়ার বলেন, আমি সব সময় জনসাধারনের সেবা করেছি। আগামীতেও এর ধারাবাহিকতা বজায় থাকবে। আপ্নারা সকল ঘটনার তথ্য জনগনকে সঠিক ভাবে পৌছে দিয়ে আমাদের পাশে থাকবেন। আপনাদের সাথে নিয়ে আমরা মাননীয় চীফ হুইপ জনাব নুর ই আলম চৌধুরীর শিবচরকে একটি অনিন্দ্য সুন্দর শৃংখলিত উপজেলা হিসেবে গড়ে তুলবো। 

উল্লেখ্য,  নতুন এই কর্মকর্তা শান্তিরক্ষা মিশনে কাজ করা সহ এর আগে ধানমন্ডি মডেল থানা ও শাহ আলী থানায় কাজ করেছেন।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024