|
Date: 2024-05-06 11:00:59 |
মো:মেশকাত হোসেন
আক্কেলপুর উপজেলা প্রতিনিধি:
আজ ৬ মে,সকাল ১১টায় সারা বাংলাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ন্যায়ে আক্কেলপুর মজিবর রহমান সরকারি কলেজ শাখাছাত্রলীগের উদ্যোগে 'ফিলিস্তিনে'র পতাকা উত্তোলন, র্যালি এবং ছাত্রসমাবেশ বাংলাদেশ ছাত্রলীগের আজ বেলা ১১টায় আক্কেলপুর মুজিবর রহমান সরকারি কলেজে সন্ত্রাসবিরোধী পদযাত্রা ও ছাত্র সমাবেশে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করা হয়েছে।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন আক্কেলপুর থানা ছাত্রলীগের আহ্বায়ক ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মোঃখাদেমুল ইসলাম, আক্কেলপুর কলেজশাখা ছাত্রলীগের সভাপতি মোঃ নাইম হোসেন, সাধারণ সম্পাদক সনি, আক্কেলপুর পৌর ছাত্রলীগের সভাপতি মো:তপু সাধারণ সম্পাদক মোঃসজিব, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃরাকিব,সাংগঠনিক সম্পাদক মোঃরাজু আহমেদ এবং আক্কেলপুর মজিবর রহমান সরকারি কলেজের সকল ছাত্র-ছাত্রী ও বিভিন্ন ইউনিয়ন ইউনিয়নের ছাত্রলীলের সদস্যবৃন্দ।
আক্কেলপুর মুজিবর রহমান সরকারি কলেজ শাখা ছাত্রলীগের মাধ্যমে স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিনের স্বীকৃতি ও নিরীহ ফিলিস্তিনিদের ওপর পরিচালিত মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে শিক্ষার্থী সমাজ, শিক্ষক ও সচেতন নাগরিকরা যে আন্দোলনের সূচনা করেছেন, তার প্রতি সংহতি প্রকাশ করছে আক্কেলপুর মুজিবর রহমান কলেজ শাখা ছাত্রলীগ। আক্কেলপুর থানা ছাত্রলীগের আহবায়ক ও আক্কেলপুর উপজেলা ছাত্রলীগ মোঃখাদেমুল ইসলাম বলেন, গোটা পৃথিবীতে ফিলিস্তিনের পক্ষে একটি ছাত্র আন্দোলন চলমান রয়েছে। সে ছাত্র আন্দোলনে আক্কেলপুর মজিবর রহমান সরকারি কলেজ শাখা ছাত্রলীগ সংহতি জানানোর জন্য আজ (সোমবার) থেকে জোরদার ছাত্র আন্দোলন শুরু করতে যাচ্ছি। আজ বেলা ১১টায় সব শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকার পাশাপাশি ফিলিস্তিনের পতাকা উত্তোলন, পদযাত্রা ও সংহতি সমাবেশ সফল করার জন্য ছাত্রলীগের সব নেতাকর্মীর প্রতি আহ্বান জানাচ্ছি। এ কর্মসূচি শুধু ছাত্রলীগের কর্মসূচি নয়, এটি দেশের সকল শিক্ষার্থীর কর্মসূচি, বিশ্বের সব মুক্তিকামী মানুষের কর্মসূচি।
© Deshchitro 2024