দেশে চলতি মে মাসের প্রথম তিনদিনে প্রবাসী বাংলাদেশিরা বৈধ বা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ১৪ কোটি ৭১ লাখ ২০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। যা দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১১০ টাকা ধরে) ১ হাজার ৬১৮ কোটি ৩২ লাখ টাকা।


সে হিসাবে প্রতিদিন গড়ে প্রবাসী আয় এসেছে ৫৩৯ কোটি ৪৪ লাখ টাকা। গত এপ্রিল মাসে প্রতিদিনে গড়ে এসেছে ৭৪৯ কোটি ১২ লাখ টাকা।


রবিবার (৫ মে) কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।


কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, চলতি মে মাসের প্রথম ৩ দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১৪ কোটি ৭১ লাখ ২০ হাজার মার্কিন ডলার এসেছে।


এছাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ২ কোটি ৬০ লাখ ২০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ১ লাখ ৬০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১২ কোটি ২০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৯ লাখ ২০ হাজার মার্কিন ডলার।


দেশে কার্যরত ব্যাংকগুলোর মধ্যে প্রথম তিন দিনে একক ব্যাংক হিসাবে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ন্যাশনাল ব্যাংকে। আর দ্বিতীয় অবস্থানে রয়েছে ইসলামী ব্যাংক। এ সময়ে ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৩ কোটি ১১ লাখ ৮০ হাজার ডলার। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৩৪২ কোটি ৯৮ লাখ টাকা। ইসলামী ব্যাংকের মাধ্যমে এসেছে দুই কোটি ৮৬ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। জনতা ব্যাংকের মাধ্যমে দুই কোটি ২৯ লাখ ৬০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। এ ছাড়া ব্র্যাক ব্যাংকের মাধ্যমে ৮০ লাখ ৫০ হাজার ডলার এবং আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৭২ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে।


কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সদ্যবিদায়ী এপ্রিল মাসে দেশে এসেছে ২০৪ কোটি ৩০ লাখ ৬০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর গত মার্চে দেশে এসেছিল ১৯৯ কোটি ৬৮ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স।


গত ফেব্রুয়ারিতে চলতি অর্থবছরে সর্বোচ্চ ২১৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। আর গত জানুয়ারি মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ২১০ কোটি ৯ লাখ ৫০ হাজার ডলার।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024