|
Date: 2024-05-06 13:58:43 |
কালকিনিতে গোয়ালঘরে গরু বাঁধতে গিয়ে বজ্রপাতে এক শ্রবণ প্রতিন্ধীর মৃত্যু।
মাদারীপুরের কালকিনিতে গোয়ালঘরে গরু বাঁধতে গিয়ে বজ্রপাতে জসিম হাওলাদার(৩৮) নামে এক শ্রবণ প্রতিন্ধীর মৃত্যু হয়েছে।
সোমবার (৬ মে) বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলার কয়ারিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মোল্লার হট রামারপোল গ্রামে এই বজ্রপাতে মৃত্যুর ঘটনা ঘটে। নিহত জসিম রামারপোল গ্রামের হান্নান হওলাদারের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মনির আকন জানান, জসিম হাওলাদার গোয়ালঘরে গরুর ঘাস দিতে গেলে আকস্মিক বজ্রপাত হয়। পরে তার মা ছুটে গিয়ে ছেলেকে ধরতে গেলে জসিম মাটিতে লুটিয়ে পরে। আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই জসিম হওলাদারের মৃত্যু হয়।
© Deshchitro 2024