বগুড়ার আদমদীঘিতে সড়ক পার হতে গিয়ে তেলবাহী লরির চাকায় পিষ্ট হয়ে ধীরেন্দ্রনাথ বর্মন (৫৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। আজ সোমবার (৬ মে) বিকেল ৩ টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির অদুরে নসরতপুর মুরইল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ধীরেন্দ্রনাথ বর্মন আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়নের পুশিন্দা হিন্দুপাড়া বিরেন্দ্রনাথ বর্মনের ছেলে।
জানা যায়, সোমবার বিকেলে ধীরেন্দনাথ বর্মন নিজ বাড়ি থেকে আদমদীঘির মুরইল বাজারের সন্ন্যাশতলীর যাবার সময় সড়ক পার হতে গিয়ে নওগাঁগামী একটি তেলবাহী লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তিনি নিহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আইনী প্রক্রিয়া চলছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024