|
Date: 2024-05-06 16:25:58 |
জামালপুরের ইসলামপুর উপজেলায় নবম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রী গণধর্ষণ মামলার প্রধান আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন জামালপুর চিপ জুডিশিয়াল আদালতের সংশ্লিষ্ট বিচারক। ওই আসামির নাম মোহাম্মদ সাদিক (২৪)। সে উপজেলার বেলগাছা ইউনিয়নের শিলদহ গ্রামের মুনতাজ আলীর ছেলে।
আজ সোমবার (৬ এপ্রিল) বিকেলে ইসলামপুর থানায় দায়েরকৃত গণধর্ষণ মামলায় সাদিককে আদালতে পুলিশ হাজির করলে সংশ্লিষ্ট বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত রবিবার দিবাগত গভীর রাতে ঢাকার খিলগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলা সূত্রে জানা যায়, যমুনার তীরবর্তী দুর্গম এলাকার স্কুল পড়ুয়া এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল আসামি সাদিক। এক পর্যায়ে ওই ছাত্রী সাদিকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ায়। পরে প্রেমের সম্পর্ক গড়ায় শারিরীক সম্পর্কে। গত ১৯ এপ্রিল রাত ৯টার দিকে জরুরি কথা আছে বলে মোবাইল ফোনের মাধ্যমে ওই ছাত্রীকে বসতবাড়ি থেকে দূরে ডেকে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে সাদিক। এসময় ঘটনাস্থলের পাশেই আগে থেকে উৎপেতে থাকা স্থানীয় তিন যুবক ধর্ষণের ঘটনাটি লোকজনের কাছে বলে দেওয়ার হুমকি দিয়ে একে একে তারাও ওই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে রাত ১০টার দিকে বসতবাড়ির সামনে অচেতন অবস্থায় ওই ছাত্রীকে রেখে শটকে পড়ে ধর্ষণকারীরা। এনিয়ে গতকাল রবিবার সাদিককে প্রধান আসামি করে চারজনের নামোল্লেখে মেয়েকে গণধর্ষণের অভিযোগে ইসলামপুর থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই ছাত্রীর বাবা। মামলার বিষয় গুরুত্বপূর্ণ এবং স্পর্শাতর হওয়ায় ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজেই মামলার তদন্তের দায়িত্ব নেন। মামলা দায়ের ২৪ ঘণ্টার কম সময়ের মধ্যে প্রধান আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
মামলার তদন্ত কর্মকর্তা ও ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন তালুকদার বলেন, 'মামলা দায়ের ২৪ ঘণ্টার কম সময় মধ্যে প্রধান আসামি সাদিককে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। আসামি আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশী অভিযান চলছে। '
© Deshchitro 2024