|
Date: 2022-08-09 17:19:22 |
মোঃ সিহাব উদ্দিন সরিষাবাড়ি প্রতিনিধিঃ-জামালপুরে সরিষাবাড়ীতে এক অনলাইন জুয়ারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ও-ই যুবক পৌরসভার মুলবাড়ী গ্রামের ফজলুল হক এর ছেলে নাইমুল হাসান নাইম। ৮ আগস্ট সোমবার সরিষাবাড়ী উপজেলার মহিলা কলেজ মোড় থেকে নাইমকে গ্রেফতার করে পুলিশ এবং ডিজিটাল নিরাপত্তা আইনে তাকে ৯ আগস্ট মঙ্গলবার দুপুরে কোর্টে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেন থানার এসআই আঃ খালেক। জানা গেছে, নাইমুল হাসান নাইম অনলাইনে market007.com, 1xbet, bazi365.net এজেন্ট নিয়ে দীর্ঘদিন ধরে বেটিং সাইড নিয়ে অনলাইনে জুয়া পরিচালনা সহ অন্যান্যদের জুয়া খেলার রেফার একাউন্ট খুলে দিতেন। জামালপুর জেলা পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদ এর নির্দেশে সরিষাবাড়ী থানার ওসি মহব্বত কবীরের দিকনির্দেশনায় এসআই আঃ খালেকের নেতৃত্বে এএসআই শাহাদাৎ হোসেনের সহযোগিতায় থানার পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে আরামনগর মহিলা কলেজ মোড় সংলগ্ন বিসমিল্লাহ হোটেলের সামনে থেকে গ্রেফতার করতে সক্ষম হন অনলাইন জুয়ারি নাইমুল হাসান নাইমকে। এ সময় তার কাছ থেকে, তার ব্যবহৃত একটি মোবাইল সেট উদ্ধার করে। পরবর্তীতে এসআই আঃ খালেক বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৩/৩৪/৩০/৩৫ এর ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়। মামলা নং-১০, তারিখঃ ৯/৮/২০২২ ইং। এ বিষয়ে সরিষাবাড়ী থানার ওসি মহব্বত কবীর জানান, নাইমকে গ্রেফতার করে থানায় মামলা দায়েরের পর তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
© Deshchitro 2024