জয়পুরহাটে নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী শফিকুল কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

গ্রেপ্তারকৃত শফিকুল ইসলাম (৪২) আউসগাড়া ইন্দ্রাপাড়া এলাকার মোঃ রহিম উদ্দিনের ছেলে। 

মঙ্গলবার সকালে প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব কর্মকর্তারা জানান, শফিকুল একজন চিহ্নিত মাদক কারবারী। 
সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। তার গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে সোমবার রাতে মাদক ক্রয়-বিক্রয়ের সময় র‌্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল নেশা জাতীয় ৯০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে হাতেনাতে গ্রেফতার করে।

যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে তাকে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024