দক্ষিণ আফ্রিকার শহর জর্জে নির্মানাধীন বহুতল ভবন ধসে অন্তত ৪ জন নিহত এবং ৫০ জনেরও বেশি আটকা পড়েছে। 

কর্তৃপক্ষ মঙ্গলবার এ কথা জানিয়েছে। 

সূত্র আরো জানায়, ধ্বংসস্তুপের নীচ থেকে ২৪ জনকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ৪ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। আরো ৫১ জন নিখোঁজ রয়েছে।

কর্তৃপক্ষ এক বিবৃতিতে আরো জানিয়েছে, সোমবার বিকেলে ভবন ধসে পড়ার সময় ৭৫ জন শ্রমিক ভবনটিতে কাজ করছিল।

উদ্ধারকারী তিনটি টিম তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। 

আন্ডারগ্রাউন্ড পার্কিংসহ পাঁচতলা ভবনটি কেন ধসে পড়েছে সে সম্পর্কে কিছু জানা যায়নি। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024