|
Date: 2024-05-07 14:17:42 |
৪২ হাজার ইয়াবা মামলায় আটক আব্দুল্লাাহক নামক এক ইয়াবা কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড ও পঞ্চাশ হাজার অর্থদন্ড দেয়া হয় অনাদায়ে আরো পাঁচ বছর স্বশ্রম কারাদণ্ড দেয়া হয়।
বুধবার (৭ মে) দুপুরে কক্সবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইলাহীর আদালত এ কারাদণ্ড দেন।
আব্দুল্লাহ টেকনাফ সদরের মিঠাপানির ছড়া এলাকার বাসিন্দা রুহুল আমিনের ছেলে।
রাষ্ট্র পক্ষের আইনজীবী কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ সুলতানুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ৪২ হাজার পিস ইয়াবা মামলায় আটক আবদুল্লাহকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।
গত ২০২১ সালে টেকনাফ সদর উপজেলার মিঠাপানির ছড়া ঘাটে বস্তাবন্দি ৪২ হাজার পিস ইয়াবা পাচারের সময় কোস্টগার্ড টেকনাফের মোঃ আবদুল্লাহকে আটক করে। ইয়াবা উদ্ধারের ঘটনায় আটক আবদুল্লাহর বিরুদ্ধে টেকনাফ থানায় একটি ইয়াবা মামলা করে পুলিশ। উক্ত মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে যাবজ্জীবন কারাদণ্ডের এই রায় ঘোষণা করা হয়।
© Deshchitro 2024