ঝালকাঠির নলছিটিতে বাংলাদেশের অন্যতম প্রধান বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ডাচ বাংলা ব্যাংক'র আর্থিক সাক্ষরতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৭ মে মঙ্গলবার নলছিটি উপজেলা পরিষদ অডিটরিয়ামে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। 

ডাচ বাংলা ব্যাংকের কমপ্লায়েন্স ম্যানেজার মো: ইলিয়াস হোসেন'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রিজিওনাল হেড (এজেন্ট ব্যাংকিং) আবু সাদাদ মোহাম্মদ সুমন, রিজিওনাল হেড (মোবাইল ব্যাংকিং) মো: মাইনুদ্দিন, ডেপুটি ম্যানেজার বেনজির আহম্মেদ রাসেল, নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মিলন কান্তি দাস, প্যালেস্টাইন টেকনিক্যাল এ্যান্ড বিএম কলেজের প্রভাষক মো: আমির হোসেন প্রমূখ।

অনুষ্ঠানে ব্যাংকের নলছিটি শাখা ব্যাস্থাপক, বিভিন্ন এজেন্ট ব্যাংক পরিচালক গন, গ্রাহক, শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ, বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

বক্তারা ডাচ বাংলা ব্যাংকের বিভিন্ন দিক তুলে ধরেন ছাত্র ছাত্রীদের উপবৃত্তি বিষয় নিয়ে আলোচনা করেন।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024