চলছে কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ । বুধবার (৮ মে ২৪) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। তবে কেন্দ্রে ভোটার উপস্থিতি খুবই কম।

জানা যায়, উমেদিয়া ভোটকেন্দ্রে সকাল ১০ টা পর্যন্ত প্রায় ১৭টির মতো ভোট পড়েছে। সকাল থেকে বৃষ্টির কারণে ভোটার সংখ্যা একেবারেই কম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার সংখ্যা বাড়বে বলে ধারণা করা যাচ্ছে।

উমেদিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রসহ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, খুবই কম সংখক মানুষ ভোট দিতে আসছেন, তাছাড়া কেন্দ্র একবারেই ভোটার শূন্য। নেই ভোটারদের লাইন। পুলিশ ও আনসার সদস্যরা বসে থেকে সময় কাটাচ্ছেন। তবে বেলা ১১ টার কিছু পর বৃষ্টির প্রভাব কমলে ভোটারদের আনাগোনা বেড়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024