মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ ৮ মে বুধবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়, চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত। এ দফায় সাতক্ষীরার কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলায় নির্বাচন হচ্ছে। এর আগে সাতক্ষীরার শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে নিদিষ্ট সময়ে ভোটগ্রহণের জন্য ভোটের একদিন আগেই ব্যালট পেপারসহ নির্বাচনি সরঞ্জাম পাঠানো হয়েছে ১৬টি কেন্দ্রে। মঙ্গলবার কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে দ্বীপ ইউনিয়ন গাবুরা ও পদ্মপুকুর ইউনইনয়নের ১৬টি কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তাদের হাতে ওই ব্যালট পেপারসহ অন্যান্য সরঞ্জাম তুলে দেন। আর বাকি কেন্দ্রগুলোতে ভোটের দিন সকালে পাঠানো হয় ব্যালট পেপার। প্রথম দফার নির্বাচনে কালীগঞ্জ উপজেলা থেকর চেয়ারম্যান পদে দুজন, ভাইস চেয়ারম্যান পদে চারজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে ১২টি ইউনিয়নে মোট ভোটার রয়েছেন দুই লাখ ৪৭ হাজার ৮১৩ জন। এতে পুরুষ ভোটার এক লাখ ২৫ হাজার ৪১৬ জন, নারী ভোটার রয়েছেন এক লাখ ২২ হাজার ৩৯৫ জন, এবং হিজড়া সম্প্রদায়ের দুজন। অপরদিক, শ্যামনগর উপজেলায় এবার একটি পৌরসভা ও ১১টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা দুই লাখ ৮৮ হাজার ৪৬৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার এক লাখ ৪৬ হাজার ১৭১ জন এবং মহিলা ভোটার এক লাখ ৪২ হাজার ২৯২ জন। এছাড়াও হিজড়া ভোটার রয়েছে তিনজন। এই উপজেলায় চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে আটজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজনসহ মোট ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024