
মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ
সাতক্ষীরার কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলা পরিষদ নির্বাচনে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়তে শুরু করেছে। বুধবার ৮ মে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়, চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত।
সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও প্রায় দুই ঘণ্টা তেমন কোনো ভোটারকে কেন্দ্রে আসতে দেখা যায়নি। তবে বেলা বাড়ার সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়ছে।
ভোটেরদিন সকালে শ্যামনগর ও কালীগঞ্জ উপজেলার বিভিন্ন কেন্দ্রে ঘুরে এমন দৃশ্য চোখে পড়েছে। দেখা গেছে, নারী-পুরুষের পাশাপাশি তরুণ ভোটাররাও ভোট দিতে ভিড় করছেন ভোটকেন্দ্রে।
ভোটাররা জানান, বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে তারা আনন্দে ভোট দিতে এসেছেন। ভোটের মাধ্যমে পছন্দের প্রার্থীকে বেছে নিবেন তারা। রাজু হোসেন নামের এক তরুণ বলেন, বন্ধুরা সবাই একসঙ্গে ভোট দিতে এসেছেন। অনেকটা আনন্দে সময় কাটাচ্ছি জীবনের প্রথমবার উপজেলা পরিষদ নির্বাচনে ভোট দেবো।
শ্যামনগর উপজেলার দক্ষিণ বংশীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং কর্মকর্তা সঞ্জয় কুমার জানান, তার কেন্দ্রে নারী ভোটার ১ হাজার ৬১৬ ও পু্রুষ ভোটার রয়েছে ১ হাজার ৭১৫ টি। মোট ভোটারের ভিতরে বেলা এগারোটা পর্যন্ত প্রায় অর্ধেক ভোট কাস্টিং হয়েছে। এরভিতরে নারী ভোটারের সংখ্যা অনেকাংশে বেশি বলে জানান তিনি।