মানবতার বোধ জাগ্রত হোক বিবেকের তাড়নায় এই প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী সেবামূলক সংগঠন সেবা মুক্ত স্কাউট গ্রুপ  যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী কৃতি সন্তানের সহযোগিতায়  খেঁটে খাওয়া শ্রমিক  দিনমজুর রিক্সা চালকদের মাঝে ১০০ শত  পিছ ছাতা  বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার  (৯ মে  ২০২৪) দুপুরে  পৌর শহরে এস.  এস রোড ও মুজিব সড়কে  যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী  বসবাসরত সহযোগিতায় ও  সেবা মুক্ত স্কাউট গ্রুপের আয়োজনে  তীব্র তাপদাহ গরমে  খেঁটে খাওয়া রিক্সা চালক শ্রমিকদের   হাতে ছাতা  তুলেদেন,সেবা মুক্ত স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক মো. রফিকুল ইসলাম শামীম,(আর এস এল) অধ্যাপক মো. আসলাম  হোসেন। 

 বিতরণ অনুষ্ঠানে সংগঠনটির পক্ষ থেকে  বলা হয়,  যে  সারাদেশে তীব্রগরমে  মানুষের জনজীবন ও কর্মজীবন বেহাল হয়ে পড়েছে।    তীব্র গরমের কারণে  অসহায়  নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ বেড়েছে। 

 গরিব দুস্থ ও অসহায়   শ্রমিক মানুষগুলো  রৌদ্রে  তীব্রতায় কষ্ট পাচ্ছেন। তাই তাদের একটু  কষ্ট লাঘবের জন্য  আমরা আমাদের মুক্ত স্কাউট গ্রুপের পক্ষ হতে   আত্মমানবতার হাতকে বাড়িয়ে দিয়েছি। এবারও সেবা মুক্ত স্কাউট গ্রুপ সংগঠনের পক্ষ থেকে ছাতা  বিতরণ করা হচ্ছে।

একজন মানুষ হয়ে আর একজন অসহায় মানুষের পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব।  তেমনি সেবা মুক্ত স্কাউট গ্রুপটি অসহায় দুস্থদের পাশে দাঁড়িয়েছে।

এদিক বিবেচনা করে সমাজের সকল বিত্তবান মানুষদেরকে অসহায়দের পাশে  নারী-পুরুষদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান এই সংগঠনটি। 

এসময়ে  উপস্থিত ছিলেন সেবা মুক্ত স্কাউট গ্রুপের সিনিয়র রোভার  মো. আশিকুর রহমান আশিক, সহকারী ইউনিট লিডার মো. হানিফ, ইউনিট লিডার মো. হাফিজুর রহমান, গার্ল ইন স্কাউট ইউনিট লিডার মনিরা সুলতানা, সহ রোভার এবং স্কাউট সদস্য ও গার্ল ইন রোভার ও রোভার সদস্যরা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024