মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুষ্টি সপ্তাহ ২০২৪ বৃহস্পতিবার (৯ মে) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর কনফারেন্স রুমে এক আলোচনার মাধ্যমে পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: সাজ্জাদ হোসেন চৌধুরী এর সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ এ টি এম আনোয়ার গাজী এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো : আবু তালেব।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা সমাজসেবা অফিসার মো. শোয়েব হোসেন চৌধুরী, উপজেলা কৃষি অফিসার মো: মহিউদ্দিন। 

পুষ্টি সপ্তাহের গুরুত্ব তুলে ধরে আরও  বক্তব্য দেন সহকারী স্বাস্থ্য পরিদর্শক তপন শর্মা, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) মো: মাহবুবুর রহমান, সিনিয়র নার্স স্মৃতি রানী দেবনাথ। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, জাতীয় পুষ্টি সেবা সপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপি নানা কর্মসূচি ঘোষণা করা হয়। বিশেষ করে ৫০ শয্যাবিশিষ্ট শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ স্বাস্থ্য সেবা প্রদান করতে পুষ্টি কর্ণারকে ঢেলে সাজানো হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024