|
Date: 2024-05-09 22:58:30 |
মো:মোশারফ হোসেন মোল্লা।
যে মতে যে পথে চলতে বলছেন দয়াল নবী।
সে মোতাবেক চললে পাবা জান্নাতেরই চাবি।।
কুরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস ইসলামের বিধান।
এসব মেনে সু -পথে চলো, যত আছো মুসলমান।।
লা-ইলাহা ইল্লাল্লাহ হলো,তৌহিদের বানী।
অশ্রুসিক্ত নয়ন দিয়ে ডাকো একটু খানি।।
আল্লাহর রহমতের সাগর অনেক বড় জেনে।
পাহাড় সমান পাপের ক্ষমা চাওগোএকিন মনে।।
যার কুদরতে মোহাম্মদ পয়দা সৃষ্টি দোজাহান।
আঠারো হাজার মাখলুকাত সৃষ্টির মালিক সুমহান।।
তাঁর কোন নেইকো পিতা, নেই কোন সন্তান।
সূরা ইখলাজের মাঝে তিনি করেছেন বয়ান।।
তিনি এক ও অদ্বিতীয় তাঁর তুলনা নাই।
ঈমানী শক্তি দিয়ে আমরা তা-ই খুঁজে পাই।।
আহার -নিদ্রা নেইকো তাহার, সবই নজর রাখেন।
বিপদগ্রস্ত মানুষের ডাকে তাই তো সাড়া দেন।।
তিনি সৃষ্টি, তিনি প্রলয়, তিনি মহাশক্তিমান।
দোজাহানের বাদশাহ তিনি, কেউ নাই তার সমান।।
পাপে জাহান্নাম, পুণ্যে জান্নাত ইসলামের ঘোষণা।
কোন কাজে পাপ - পূণ্য, কুরআন,হাদীসে বর্ণনা।।
ঈমান ঠিক না থাকলে কভু, আমলে কাজ হবে না।
হুশিয়ার হও ওহে মুসলমান, পাপের পথে যেও না।।
তারিখ: ০৯/ ০৫/২০২৪ খ্রি:।
© Deshchitro 2024