রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাক্রমে GST গুচ্ছভুক্ত এ, বি এবং সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত কেন্দ্রে পরিক্ষা দিতে আসা সাধারণ শিক্ষার্থীদের  সকল প্রকারের সাহায্যে সহযোগিতা নিয়ে পাশে ছিলো বাংলাদেশ ছাএলীগ,রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা।

আজ ১০ মে ২০২৪ খ্রি: তারিখ রোজ শুক্রবার রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের C ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১১:০০ টা থেকে দুপুর ১২:০০টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।

পরীক্ষা চলাকালীন সময়ে সকল প্রকারের ঘড়ি,মোবাইল, ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় ভর্তিচ্ছু শিক্ষার্থীরা তাদের সাথে নিয়ে আসা ঘড়ি, মোবাইল,ব্যাগ এবং অন্যান্য মূল্যবান জিনিসপএ নিরাপদ স্থানে রাখা নিয়ে দুশ্চিন্তায় ছিলো।সেই সময়ে সে-সকল শিক্ষার্থীদের পাশে এগিয়ে আসে রাবিপ্রবি ছাএলীগের ছাএ সংগঠক এবং কর্মীরা। ফলে শিক্ষার্থীরা তাদের জিনিসপত্র নিরাপদ স্থানে রেখে কেন্দ্রে প্রবেশ করতে পারে এবং সেই সাথে জয় বাংলা বাইক সার্ভিসের মাধ্যমেও ভুল কেন্দ্রে চলে আসা পরীক্ষার্থীদের যথাযথ সময়ে সঠিক কেন্দ্রে পৌঁছাতে সাহায্যে করে।

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাংলাদেশ ছাএলীগ,রাবিপ্রবি শাখার এমন মহৎ কার্যক্রমে খুশি পরীক্ষা দিতে আসা ভর্তিচ্ছু শিক্ষার্থী এবং অভিভাবকরা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024