বরিশালের বানারীপাড়ায় নবাগত মৎস্য কর্মকর্তার প্রথম দিনের অভিযানে অবৈধ বেহুন্দী জাল জব্দ করেন। 

১০ মে শুক্রবার দেশীয় প্রজাতির মাছ রক্ষায় এক অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তার নেতৃত্বে এক অভিযান পরিচালিত হয়। এতে অংশগ্রহণ করেন সাসটেইনেবল এন্ড মেরিন ফিশারিজ অফিসারগন।

 এ সময় ইলুহার ইউনিয়নের নান্দুহার খাল থেকে ১ টি বেহুন্দী জাল, ও সন্ধা নদীর বিভিন্ন চর থেকে ১২ টি চরঘেড়া জাল ও ২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। 

অভিযান শেষে উপজেল নির্বাহী অফিসার অন্তরা হালদারের নির্দেশে জালে প্রাপ্ত মাছ এতিমখানায় খানায় বিতরন করা হয়েছে এবং জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024