চলমান উপজেলা পরিষদ নির্বাচনে আসছে আগামী ২১ মে ২য় ধাপে চাটখিল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জেড এম আজাদ খানের নির্বাচনী প্রচার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

নোয়াখালী জেলার চাটখিল উপজেলার পৌরসভার ৬নং ওয়ার্ড মডেল মসজিদ সংলগ্ন মাঠে ১০ মে বিকেল
সাবেক উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আবু সায়েম এর সঞ্চালনায় গিয়াস উদ্দিন হিরন সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রীয় ছাত্র লীগ নেতা জেড এম আজাদ খান।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন প্রফেসর দ্বীন মোহাম্মদ, সাবেক জেলা ছাত্র লীগের সহসভাপতি সাহাদাত হোসেন সজীব ইউ পি সদস্য আবুল কাসেম ও জাহাঙ্গীর আলম।

মতবিনিময় সভার প্রধান অতিথি জেড এম আজাদ খান বলেন, আসছে আগামী ২১ মে নির্বাচনে আপনারা কেন্দ্রে গিয়ে আমার আনারস প্রতীকে আপনার মূল্যবান রায় দিয়ে, চাটখিল বাসীর পাশে থাকার সূযোগ করে দিবেন। আমি নির্বাচিত হলে আপনাদের সঙ্গে নিয়ে আধুনিক চাটখিল রুপান্তর করার প্রত্যাশা করছি।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024