◾ মো. সায়েদ আফ্রিদি


নো দাইসেলফ ওপেন স্কাউট গ্রুপ, ঢাকা  ২০১৯ সালের ২৮ অক্টোবর প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলা রোভার এর অন্তর্গত এই দলটি প্রতিষ্ঠার পর থেকেই রোভার সদস্যরা তাদের কার্যক্রম দিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। করোনাকালীন সময়ে মানুষের বাসায় বাসায় খাবার পৌঁছে দেওয়া, জনস্বাস্থ্য সচেতনতা, মাস্ক বিতরণ , বন্যা জজলোচ্ছ্বাস এ ত্রান বিতরণ সহ সকল সংকটকালীন সময়ে স্বতস্ফূর্তভাবে কার্যক্রমে অংশগ্রহণ করেছে এই গ্রুপের রোভার সদস্যরা। 


আজকের এই দিনে ৩ বছর অতিক্রম করলো নো দাইসেলফ ওপেন স্কাউট গ্রুপ, ঢাকা। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা কলেজ প্রাঙ্গণে বিকেল থেকেই ছিল নানান আয়োজন। উপস্থিত হিসেবে ছিলেন গ্রুপের সভাপতি,সহ সভাপতি সম্পাদক, যুগ্ম সম্পাদক, আর এস এল, এসআরএম এবং রোভার ও সহচর। সকল রোভারদের অংশগ্রহন প্রতিষ্ঠাবার্ষিকী আরো উৎফুল্ল এবং প্রাণবন্ত করে তুলছে। 



ছবি: ঢাকা রোভার স্কাউটের সদস্যরা


অনুষ্ঠানের এক পর্যায়ে বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয় এবং আগামীমাসে ক্যাম্পের কার্যক্রম নিয়ে ঘোষণা দেওয়া হয় । সেই সাথে সামনের দিনগুলোতে ক্যাম্প, নতুন সহচরদের দীক্ষা আয়োজন সহ বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে গ্রুপ কমিটির অনুমোদনক্রমে সিনিয়র রোভার মেট, রোভার মেট ও সহকারী রোভার মেট এর নাম ঘোষণা করা হয়। 


সর্বশেষ পর্যায়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্য সকলের অংশগ্রহণে স্টার কাবাবে সন্ধ্যাকালীন ভোজের আয়োজন করা হয়। খাবার শেষে অনাগত দিনে দলের সাফল্য কামনা করে সভাপতির অনুমতিক্রমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। 


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024