|
Date: 2024-05-11 09:14:26 |
মুন্সিগঞ্জের শ্রীনগরে লিজেন্ড স্টিল এন্ড রি-রোলিং নামক একটি কারখানায় আব্দুল কুদ্দুছ (৫৫) নামে একজন নিরাপত্তা কর্মীর হাত-পা বাঁধা গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১০ মে) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের সুরুদিয়া গ্রামের লিজেন্ড স্টিল এন্ড রি-রোলিং কারখানার ভিতরে চেয়ায়ের সাথে হাত পা বাঁধা ও গলাকাটা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে আসেন এবং মৃতদেহ উদ্ধার করেন। তাকে পরিকল্পিতভাবে চেয়ারের সাথে হাত পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে মর্মান্তিক ভাবে গলাকেটে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়বীর জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে। তিনি আরও জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। দ্রুত তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
© Deshchitro 2024