|
Date: 2024-05-11 12:00:55 |
অদ্য ইং-০১১/০৫/২০২৪খ্রি. সরিষাবাড়ী থানা পুলিশ সরিষাবাড়ী পৌরসভাধীন বাউসী ইজারাপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া পলাতক আসামী মোঃ রোকন উদ্দিন(৩৭) পিতা-মোঃ মোতালেব এর চৌচালা টিনের বসত ঘরের ভিতর পশ্বিম পাশের কক্ষে ১। কাঠের Grip Panel যুক্ত লোহার তৈরী একটি পুরাতন বিদেশী পিস্তল, ২। একটি লোহার তৈরী পুরাতন ম্যাগজিন, ৩। দুই রাউন্ড গুলি উদ্ধার করতঃ মোঃ রোকন উদ্দিন কে আসামী করিয়া সরিষাবাড়ী থানার মামলা নং-০৮, তারিখ-১১/০৫/২০২৪খ্রি. ধারা ১৯৭৮ সনের অস্ত্র আইনের ১৯(ক) রুজু করা হয়। পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
© Deshchitro 2024