ঝিনাইদহের শৈলকূপা উপজেলা

মোড়ে কৃষি ব্যাংক সংলগ্ন হক মার্কেট-২ তে  কয়েকটি দোকান ঘরে পুড়ে ভস্মীভূত। হক মার্কেট এলাকায় আগুনে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। হক মার্কেট মালিক কবির হোসেন জানান, মার্কেট তৈরি করে, ভাড়া দিয়েছিলাম  সাংবাদিক সহ ৩ ক্ষুদ্র আইটি ব্যবসায়ীর কাছে তাদের একমাত্র  আয়ের উৎস ছিলোএই ঘর গুলো , ক্ষতিগ্রস্থ্য ব্যবসায়ীরা হলেন ইনকিলাব পত্রিকার শৈলকুপা উপজেলা প্রতিনিধি ও এ্যাডভান্স কম্পিউটারের মালিক শিহাব মল্লিক, নোভা কম্পিউটারের মালিক রতন কুমার ও ফুজিকা ল্যাব ও কম্পিউটার সেন্টারের আজাদ হোসেন হিমু। এখনো 


ভাড়াটিয়ারা সর্বোচ্চ হারিয়ে ফেলেছে ।   আগুনে সব জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।শুক্রবার রাতে  হঠাৎ কারেন্টের তাঁর থেকে আগুন ধরে। এসময়  দেখতে পেয়ে প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করে। পরে মুহূর্তেই আগুন পাশের  দোকান  ঘরে ছড়িয়ে পড়ে। 


শৈলকূপা  ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হারুনুর রসিদ  জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে  স্থানীয়দের সহযোগিতায়  আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে দোকান ঘরের  আগুন নিয়ন্ত্রণে আনে।এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বিদ্যুৎ শর্টসার্কিট থেকে বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024