শ্যামনগরে এসএসসিতে পাশের হার ৯৭%,দাখিলে ৯৪% ও ভোকেশনালে ১০০%
রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় এসএসসিতে পাশের হার ৯৭%, দাখিলে ৯৪ % ও ভোকেশনালে ১০০%।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে প্রকাশ, এসএসসিতে এ+ প্রাপ্তের সংখ্যা ৩৯৯জন, দাখিলে এ+ প্রাপ্ত ১৫৮ জন। ভোকেশনালে কোন প্রতিষ্ঠান থেকে এ+ প্রাপ্ত হয় নাই। উপজেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা এসএসসিতে ২১১২ জন, দাখিলে ১০৬৪ জন ও ভোকেশনালে ১০৮ জন।

 মোট পরীক্ষার্থীর মধ্যে এসএসসিতে এ প্রাপ্ত ৭৪৫, এ- ৪৪৯জন, বি ৩০১ জন,সি ১৫৫ জন ও ডি ৯জন। ফেল করেছে ৫৪ জন। মোট পাশ করেছে ২০৫৮ জন।

দাখিলে এ প্রাপ্ত ৫০২ জন, এ- ২৩১ জন, বি ৭১ জন, সি ৩৬ জন, ডি ২ জন। ফেল করেছে ৬৪ জন। মোট পাশ করেছে ১০০০জন।

ভোকেশনালে এ প্রাপ্ত ৯০ জন, এ- ১৮ জন মোট পাশ করেছে ১০৮ জন।
শ্যামনগর উপজেলায় শতভাগ পাশ প্রতিষ্ঠান রয়েছে বেশ কিছু।



প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024