আব্দুল মোমিন শেরপুর বগুড়া

বগুড়ার শেরপুরে উপজেলায় নানা কর্মসূচীর মধ্যে দিয়ে ছাত্রলীগের সাবেক সভাপতি মনোয়ার রহমান হাবলু ও শহর ছাত্রলীগ নেতা ফজলুল বারী রুবেলের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ মে) সকাল ৮ টায় কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। জেলা পরিষদ অডিটোরিয়ামের হলরুমে উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবির ড্যানির সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া -৫ মাননীয় সংসদ সদস্য, বগুড়া জেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু ও সম্মানিত অতিথি উপস্থিত ছিলেন বগুড়া -৬ মাননীয় সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু।রাফিউজ্জামান সজলের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা, সাধারণ সম্পাদক আল-মাহিদুল ইসলাম জয় ও বগুড়া জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আল রাজী জুয়েল।

এছাড়াও বক্তব্য রাখেন, শেরপুর উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ জামাল সিরাজী, উপজেলা আ.লীগের সভাপতি এ্যাড. গোলাম ফারুক, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ , পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হোসেন।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন , বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও শেরপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুবুর রহমান আশিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রেজাউল করিম সিপ্লব, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিহালসহ আওয়ামী লীগ, কৃষক লীগ , যুব লীগ, স্বেচ্ছা সেবক লীগ, শ্রমিক লীগ, মৎস্যজীবী লীগ, তাঁতী লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।

উল্লেখ্য, মনোয়ার রহমান হাবলু তৎকালীন কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি লিয়াকত আলী সিকদার কর্তৃক ( মরণোত্তর শ্রেষ্ঠ সংগঠক ) হিসেবে ভূষিত হন।তিনি ২০০৩ সালের ১৩ মে বিকালে শেরপুর থেকে মোটরসাইকেল যোগে সুঘাট ইউনিয়ন ছাত্রলীগের দলীয় কর্মসুচি যাওয়ার সময় ছোনকায় সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন । মনোয়ার রহমান হাবলু তৎকালীন উপজেলা ছাত্রলীগের সভাপতি ও ফজলুল বারী রুবেল শহর ছাত্রলীগ নেতা ছিলেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024