শ্যামনগরে সমুদ্রগামী মৎস্যজীবিদের খাদ্য সহায়তা প্রাপ্তি উপলক্ষে সভা

রনজিৎ বর্মন শ্যামনগরউপজেলা প্রতিনিধি ঃ সোমবার(১৩মে) সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদ হল রুমে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সমুদ্রগামী মৎস্যজীবিদের ৬৫দিন মাছ ধরা নিষেধ থাকায় নিষিদ্ধ সময়ে খাদ্য সহায়তা প্রাপ্তি উপলক্ষে এক সভার আয়োজন করা হয়।

জানা যায়, ২০ মে থেকে ২৩ শে জুলাই পর্যন্ত ৬৫দিন সমুদ্রে মাছ ধরা সরকারি ভাবে বন্ধ করা হয়েছে। এই ৬৫দিন সমুদ্র গামী জেলেদের খাদ্য সহায়তা হিসাবে চাল প্রাপ্তি উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়। উপজেলায় ৮ হাজার ৩ শত ২৪ জন জেলে মাথা পিছু ৮৬ কেজি করে মাছ ধরা বন্ধ কালিন সময়ে চাল পাবেন।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাঈদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি। বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা, ইউপি চেয়ারম্যান জিএম মাসুদুল আলম, ইউপি চেয়ারম্যান জি এম শোকর আলী, ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ জাফরুল আলম বাবু, ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন , ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন, মৎস্যজীবি প্রতিনিধিবৃন্দ প্রমুখ।

ছবি- শ্যামনগরে সমুদ্রগামী জেলেদের খাদ্য সহায়তা প্রাপ্তি উপলক্ষে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন নবনির্বাচিত চেয়ারম্যান সাঈদ উজ জামান সাঈদ।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024