|
Date: 2024-05-13 11:28:33 |
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় ২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় ৯ টি স্কুল , ১ টি ভোকেশনাল, ও ৯ টি মাদ্রাসায় মোট পরিক্ষার্থী ১৮৭৬ জন, পাস করছে ১৬৪১ জন, জিপিএ ৫ পেয়েছে ১২৭ জন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানায়, উপজেলায় এবার এসএসসিতে ৯টি প্রতিষ্ঠান থেকে ১৪৬৩ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। পাশ করেছে ১৩১১ জন। জিপিএ ৫ পেয়েছে ৯৫ জন শিক্ষার্থী। পাশের হার ৮৯.৫৪ ভাগ।
অপর দিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিলে উপজেলার ৯টি প্রতিষ্ঠান থেকে ৩৮০ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ৩৪১ জন। পাশের হার ৮৯.৭৩ ভাগ। জিপিএ ৫ পেয়েছে ৩২ জন শিক্ষার্থী।উপজেলায় এসএসসিতে ফলাফলে শীর্ষে কবি জসীম উদ্দিন উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয় থেকে ১৬৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ১৬২ জন। জিপিএ ৫ পেয়েছে ১৭ জন পরীক্ষার্থী। পাশের হার ৯৮.১৮ ভাগ।
সর্বোচ্চ ৩১ জন জিপিএ ৫ সহ দ্বিতীয় অবস্থানে রয়েছে ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ। ৩১৮ জনে পাশ করেছে ৩০০ পরীক্ষার্থী। পাশের হার ৯৪.৩৪। এছাড়া উপজেলার শীর্ষে থাকা বিদ্যাপীঠ কুতুবদিয়া মডেল হাই স্কুল এন্ড কলেজ এবার আগের সুনাম অক্ষুণ্ন রাখতে পারেনি। ৩০ জন জিপিএ ৫ সহ ৩২ জনে পাশ করেছে ৩০১ জন। পাশের হার ৯২.৯০ ভাগ।
অপর দিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিলে উপজেলার ৯টি প্রতিষ্ঠান থেকে ৩৮০ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ৩৪১ জন। পাশের হার ৮৯.৭৩ ভাগ। জিপিএ ৫ পেয়েছে ৩২ জন শিক্ষার্থী।
এতে উপজেলায় দাখিলে শীর্ষে রয়েছে বড়ঘোপ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা। ৫ জন জিপিএ ৫ সহ ৪৫ জনে ৪৩ জন পাশ করেছে। পাশের হার ৯৭.৭৭ ভাগ। জিপিএ ৫ এর দিক থেকে শীর্ষে রয়েছে আল ফারুক আদর্শ দাখিল মাদ্রাসা। ১৪ জন জিপিএ ৫ সহ পাশের হার ৯০.৫৭। এছাড়া এ মাদরাসায় কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে ভোকেশনাল পরীক্ষায় ৩৩ জনে পাশ করেছে ৩২ জন।
© Deshchitro 2024