দোয়ারায় একাদিক মিথ্যা মামলা দিয়ে ইউপি সদস্যকে হয়রানির অভিযোগ
মোশারফ হোসেন লিটন  সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ
দোয়ারা বাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের পিরিজপুরে একাদিক ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে মান্নারগাঁও ইউপি সদস্য উকিল আলীকে হয়রানি করার অভিযোগ উঠেছে। অভিযোগ মাধ্যমে জানা যায়, পিরিজপুর গ্রামের আমিনুল ইসলামের স্ত্রী হাজেরা বেগম ইউপি সদস্য উকিল আলীর বিরুদ্ধে দোয়ারা বাজার থানা এবং বিজ্ঞ আদালতে একাদিক কু-প্রস্তাবের মামলা দিয়ে হয়রানি করছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় পঞ্চায়েতবগ উভয় পক্ষকে নিয়ে নিজ গ্রামে বিষয়টি নিষ্পত্তি করার পর পরবতীর্তে আবার গত ২২ অক্টোবর শনিবার সকাল সাড়ে ১১ টায় মান্নারগাঁও ইউনিয়ন পরিষদের উদ্যোগে বাদি-বিবাদীকে নিয়ে শালিশ অনুষ্ঠিত হয়। শালিশে উভয় পক্ষকে মিলিয়ে দেওয়া হয়। কিন্তু হাজেরা বেগম শালিশের রায় মেনে পরবতীর্তে কুচক্রী মহলের কু-পরামশে প্রশাসনের বিভিন্ন মহলে অভিযোগ করেছে। ইউপি সদস্য উকিল আলী বলেন, হাজেরা বেগম আমার বোনের মত। কিন্তু সে কেন জানি আমার মনে হয় কারও পরোচনায় সে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে আমার সম্মান হানি করছে। প্রবীণ মুরব্বী ও শালিশী ব্যক্তিত্ব মনফর আলী বলেন, হাজেরা বেগম আমার নিকট আত্নীয়। সে তার আপন বড় ভাইকে দীঘদিন ধরে অসংখ্য মামলা দিয়ে হয়রানি করছে। উকিল মেম্বারের বিরুদ্ধে যে অভিযোগ হয়েছে তা সত্য নয়। তার পরও উভয় পক্ষকে নিয়ে নিষ্পত্তি করার জন্য প্রথমে আমার বসত বাড়িতে পরে ইউনিয়ন পরিষদে বসেছিলাম। কিন্তু হাজেরা বেগম রায় মেনে পরবতীতে উকিল আলী মেম্বারের বিরুদ্ধে অভিযোগ করেছে। ইউপি সদস্য জামাল উদ্দীন বলেন, তাদের বিষয় নিয়ে পরিষদে বসে নিষ্পত্তি করে দিয়েছিলাম। কিন্তু হাজেরা বেগম পঞ্চায়েতের রায় মেনে পরবতীতে উকিল আলী মেম্বারের বিরুদ্ধে অভিযোগ করেছে। চেয়ারম্যান সাহেব হাজেরা বেগমকে আবার নিষ্পত্তির জন্য ডেকেছিলেন কিন্তু আসেনি। ইউপি সদস্য বশির উদ্দীন বলেন, হাজেরা বেগম উকিল আলীর বিরুদ্ধে যে অভিযোগ করেছে সেটি সত্য নয়। হাজেরা বেগম বতমার্নে ইউনিয়নের কারো কথাই রাখছে না। একটি চক্র আরাল থেকে হাজেরা বেগমকে ব্যবহার করছে। হাজেরা বেগম বলেন, উকিল মেম্বার একজন খারাপ প্রকৃতির লোক। সে আমার বড় ভাইয়ের মত। কিন্তু ভাবতে পারিনি সে আমাকে কু প্রস্তাব দেবে। এ বিষয়ে দোয়ারা বাজার থানার অফিসার ইনচাজ দেবদুলাল জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024