এবার যারা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারাসহ এবছর যারা এসএসসি পরীক্ষার্থী ছিলো তাদের সকলের জন্য বিনামূল্যে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড দেখার সুযোগ দিচ্ছে কর্তৃপক্ষ।

সোমবার (১৩ মে) রাতে কক্সবাজার শহরের ঝাউতলার রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা শফিকুর রহমান চৌধুরী জানান, এসএসসি পরীক্ষার্থীদের জন্য এটি বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে। দীর্ঘ সময় পরীক্ষার প্রস্তুতি আবার ফলাফলের আগে কলেজে ভর্তি কোচিং সব মিলিয়ে শিক্ষার্থীদের উপর ব্যাপক চাপ থেকে কিছুটা সময় হলেও বিনোদন দেয়ার পাশাপাশি সমুদ্র বিজ্ঞান ও সাগর তলদেশ সম্পর্কে ধারণা দিতেই বিনামূল্যে এসএসসি পরীক্ষার্থীদের জন্যে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড দেখার ব্যবস্থা করা হয়েছে। তিনি জানান, শিক্ষার্থীদের এসএসসির এডমিট কার্ড বা প্রবেশ পত্র সাথে আনলেই পাবে এ সুযোগ। পরীক্ষার্থীর সাথে আসা অভিভাবকদের জন্য দেয়া হবে প্রতিটি টিকিটে ৫০ শতাংশ ছাড়। এ সুযোগ থাকবে আগামী ২০ মে পর্যন্ত।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024